• Friday, 27 January 2023

জঙ্গলে গিয়ে বিপাকে পড়েছেন নায়িকা

জঙ্গলে গিয়ে বিপাকে পড়েছেন নায়িকা

জঙ্গলে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ভারতের মধ্য প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন তিনি (রাবিনা ট্যান্ডন)। আর সেখানেই ঘটেছে এ বিপত্তি। সাতপুরায় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে বলে জানা যায়।

আর সেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার নিয়ম আছে। কিন্তু, একটি ভিডিওতে দেখা যায়, ব্যাঘ্র প্রকল্পের অনেকটা গভীরে চলে গেছে নায়িকার (রাবিনা ট্যান্ডন) গাড়ি। ওই ভিডিওতে দেখা যায়, একটি বাঘের একদম কাছে পৌঁছে গেছে তার (রাবিনা ট্যান্ডন) গাড়ি। আর এখানেই যত সমস্যার সৃষ্টি হয়।ওই ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসেছেন সরকারি আমলারা। এর ফলে প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ওই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিংহ চৌহান জানিয়েছেন, ‘এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ২২ নভেম্বর মধ্য প্রদেশের এই অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন রাবিনা। তারপর বাঘের এত কাছাকাছি কিভাবে পৌঁছল তার গাড়ি, তা নিয়েই উঠছে প্রশ্ন।’

কর্তব্যরত অফিসার ও ওই গাড়ির চালককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওই উচ্চপদস্থ সরকারি আমলা। জঙ্গল সাফারির মুহূর্ত নিজের প্রফাইলে শেয়ার করেছেন নায়িকা রাবিনা ট্যান্ডন।

জানা যায়, আগেও বনবিহার অভয়ারণ্যে গিয়েছিলেন রাবিনা ট্যান্ডন। আর ভিডিও করেছিলেন তিনি। যে ভিডিওতে দেখা গিয়েছিলো বাঘকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আর সেই ঘটনা নিয়েও তদন্ত শুরু করেছে বন দপ্তর। -সূত্র : আনন্দবাজার

comment / reply_from