
জগন্নাথপুরে মিশুকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত মিশুক গাড়ীর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আকরাম হোসেন (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের কবি আলতাব উদ্দিনের ছেলে। সে রানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
এদিকে অপর আহত জান্নাত হোসেন ওসমানিতে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এর পূর্ব গত বুধবার (২৩ নবেম্বর)রাত ৮ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের হিজলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেল যোগে কলকলিয়া থেকে আসার পথে হিজলার মোড়ে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি মিশুক গাড়ীর সঙ্গে
সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসা তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মোটরসাইকেল চালক আকরাম হোসেন মারা যায়।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, কলকলিয়া ইউনিয়ন থেকে চিলাউড়া গ্রামে আসার পথে হিজলা পয়েন্টে মিশুক গাড়ীর সঙ্গে সংঘর্ষে আকরাম নিহত হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description