ছেলের মুখে আব্বু ডাক শুনেছেন রাজ, খুশি অভিনেত্রী পরীমনি

ছেলের মাত্র চার মাস বয়স, আর এরই মধ্যে আব্বু ডাকতে শুরু করেছে চিত্রনায়িকা পরীমনি এবং অভিনেতা শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী পরীমনি দেখালেন, ‘প্রথমবারের মতো রাজকে আব্বু ডেকেছে রাজ্য।’
ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি লেখেন, ‘তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।’
সিনেমায় একত্রে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি এবং শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে গত ২০২১ সালে।
ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি এ বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই জানান জনপ্রিয় ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। একই সঙ্গেসাথে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর গেল আগস্ট মাএসর ১০ তারিখ পরী এবকং রাজের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description