• Friday, 27 January 2023
ছাত্র জমিয়ত বাংলাদেশ'র ভূঞাপুরে নব-নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক মিনহাজ খান

ছাত্র জমিয়ত বাংলাদেশ'র ভূঞাপুরে নব-নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক মিনহাজ খান

হাদী চকদার, উত্তর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে 'ছাত্র জমিয়ত বাংলাদেশ'র প্রতিনিধি সম্মেলনে 'ভূঞাপুর উপজেলা শাখা'র নব-নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক হাফেজ মিনহাজ খান।  গত (১ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলার মীম শপিং সেন্টারের ৩য় তলায় হাফেজ এরশাদুল ইসলামের সভাপতিত্বে ও হাসসান বিন হাফিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিন, টাঙ্গাইল সদরের সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম ও যুব জমিয়ত টাংগাইল জেলার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। 
সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন হাঃ মাওঃ মাহফুজুর রহমান, হাঃ মাওঃ মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী ও হাফেজ মুহাম্মদ আবু বকর সহ প্রমূখ। 
 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ সাদিমুল্লাহ সাদ্দাম। বিশেষ বক্তা যুব জমিয়ত টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক হাফেজ আতাউর রহমান মারুফ ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
ছাত্র জমিয়ত বাংলাদেশের 'ভূঞাপুর উপজেলা শাখা'র সম্মেলন শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
 
নব গঠিত ওই কমিটির সভাপতি আব্দুল লতিফ, সিনিয়র সহ-সভাপতি রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মিনহাজ খান ,সহ সাধারণ সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সোহাইল আহমদ, অর্থ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম প্রমুখ। 

comment / reply_from