
চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম.
“দুর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস সদস্য ইসমাইল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মন্জুরুল হক আখন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মাজেদুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description