
চৌদ্দগ্রামে ক্রিকেট খেলোয়াড়কে কুপিয়ে জখম
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ মাসুম ওরফে সিক্সার মাসুম নামে এক খেলোয়াড়কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের খেলোয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকাটা গ্রামের চৌধুরী বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে। এ ঘটনায় শাহীন মজুমদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। আহত মাসুম কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার আবুল কাশেমের পুত্র।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকটা চৌধুরী বাজারের পাশের ক্রিকেট খেলার মাঠে দু’পক্ষের খেলা মাসুমের দল জয় লাভ করে। পরাজিত দলের খেলোয়াড় গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের আইয়ুব মজুমদারের ছেলে শাহিন ক্ষিপ্ত হয়ে মাসুমের দিকে এগিয়ে আসলে দু’জনের মধ্যে বাক-বিতন্ডার ঘটে। এক পর্যায়ে শাহীনের পক্ষে অজ্ঞাত ৮-১০ জন মাসুমকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এ সময় শাহীনের সাথে থাকা ছুরি দিয়ে মাসুমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। শোর চিৎকার করলে পাশে থাকা লোকজন এসে মাসুমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে’।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description