
চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মারামারি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) প্রতিনিধি :
আজ সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন শুরুর আগেই আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সহ ৬ জন আহত হওয়াার খবর পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন শুরু হওয়ার আগে নেতাকর্মীরা সম্মেলন স্থলে ঢুকতে শুরু করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে প্রবেশ ও চেয়ারে বসা নিয়ে বিকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সম্মেলনস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন মারাত্নকভাবে আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ৭ বছর পর আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। এতে যোগ দিবেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description