
চুরানব্বই বার পেছালো সাগর-রুনি হ-ত্যা মামলার প্রতিবেদন
অনলাইন ডেস্ক: দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি(সাংবাদিক)হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ চুরানব্বই বারের মতো পেছালো।সামনের বছর ৪ জানুয়ারির মধ্যে র্যাবকে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। ঢাকা মহানগর হাকিম মো. রাশিদুল আলম প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি সংখ্যা আট জন। অন্য আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
গত ২০১২ সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লা-শ উদ্ধার করা হয়।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description