
চুনারুঘাটে শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নবেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার,কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, সুচনা প্রকল্পের জেলা ম্যানেজার সুব্রত রায়,কামরুন্নাহার,প্রোগ্রাম কো অডিটর বিকাশ চন্দ্র সাহা,প্রশিক্ষক রামনাথ রায় প্রমুখ।
উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সূচনা বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস প্রকল্পের বাস্তবায়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক দু'দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্থিত অতিথিগণ,সকল শিক্ষকদের উদ্দেশ্য দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। পাশাপাশি দু'দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে যে সকল বিষয় সম্পর্কে জানা শোনা ও বুঝা হবে। তা অবশ্যই কিশোর কিশোরী ক্লাবে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশে পরবর্তী ক্লাসে আলোচনা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা দশটি ইউনিয়ন,এক টি পৌরসভা ও শায়েস্তাগঞ্জ উপজেলার কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষক গণ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description