চীনে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ৩৬

চীনের হিনান প্রদেশের একটি কারখানায় আগুন লাগার ঘটনায় অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে দু’জন ও নিখোঁজ রয়েছে অন্তত দু’জন। সংবাদমাধ্যেম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, গত সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং দমকল বাহিনীর ৬০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিকভাবে সাহস জোগানোর জন্য মনস্তাত্ত্বিক পরামর্শদাতারা ঘটনাস্থলে ছিলেন।’
জানা যায়, গত ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এ ঘটনা ঘটেছিলো। ওই সময় ৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়েছিলো।
গত ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়্যারহাউসে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়। যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম। -সূত্র : আলজাজিরা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description