চীনের চেংচাউ শহরে কঠোর লকডাউন

চীনে নতুন করে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানা গেছে। তাই করোনা সংক্রমণ শুরুর পরে থেকে এ দেশটিতে গত বুধবার এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে।
একই সাথে গত কয়েক মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে। চীনে গত বুধবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৫২৭।
করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় অতি কঠোর বিধি-নিষেধ আরোপ করেও দৃশ্যত সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে এ দেশটি। রাজধানী বেইজিং এবং দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংজুসহ বেশ কয়েকটি প্রধান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
চীনের ‘শূন্য কোভিড নীতি’ অনেকের জীবন বাঁচিয়েছে। তবে, এ দেশটির অর্থনীতি এবং জনগণের ওপর এর প্রভাব পড়েছে। কয়েক সপ্তাহ আগে কোভিড বিধি-নিষেধ কিছুটা শিথিল করে চীন। এর পরেই নতুন করেকেরোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
এরইমধ্যে চীনের বেশ কয়েকটি অঞ্চলে কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে। দোকানপাট ও স্কুল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার থেকে চেংচাউ শহরের ৬০ লাখ বাসিন্দা কঠোর লকডাউনে থাকবে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। -সূত্র : বিবিসি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description