চীনা আক্রমণের আশঙ্কা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চীন 'আক্রমণ' চালাতে পারে। বেইজিংয়ের পক্ষ থেকে বারবারই সে ধরনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থ এএনআই ও রুশ বার্তা সংস্থা আরটি জানিয়েছে, ‘তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক বিবৃতিতে চীনা আক্রমণের ‘প্রকৃত হুমকি’ প্রকাশ করেছেন।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য লেখক ও জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসের লেখা একটি নিবন্ধও উদ্ধৃত করেছে বার্তাসংস্থা আরটি।
সেই নিবন্ধে সাই ইং-ওয়েন বলেছেন, তাদের সম্ভাব্য চীনা আক্রমণের জন্য প্রস্তুত থাকা অনেক প্রয়োজন।
তিনি আরও বলেছেন, ‘এটা বাস্তব যে- ঘটনাটি (চীনা আক্রমণ) আমাদের সাথে ঘটতে পারে। এ বিষয়ে সত্যিকারের হুমকি রয়েছে।’
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আরও বলেছেন, ‘যদি (পিপলস লিবারেশন আর্মি) কঠোর কিছু করতে চায়, তাহলে (চীনা প্রেসিডেন্ট) শি চিনপিংকে তার মূল্য চুকাতে হবে। তাকে (সম্ভাব্য যেকোনো হামলার বিষয়ে) দু’বার ভাবতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো- বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করছে। ইউক্রেন যুদ্ধ থেকে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো- পশ্চিমা দেশগুলো একত্রিত হয়ে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করছে।’ -সূত্র: এএনআই
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description