
চিতলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত
সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ফয়জুলহক সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে কুচকাওয়াজ, ডিপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্দা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাও সংবর্ধণা প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, অফিসার ইনচার্জ এ,এইচ, এম কামরুজ্জামান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান স্বপনা বেগম, এছাড়া চিতলমারী উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাসহ নানা র্কসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description