
চিতলমারীতে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা
সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি.
বাগেরহাটের চিতলমারীতে পরিতোষ মন্ডল (৬০) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে আহতর ছোট ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত পরিতোষ মন্ডল উপজেলার খিলিগাতি গ্রামের বৈদ্য মন্ডলের ছেলে। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী আশুতোষ মন্ডল বলেন, ‘প্রতিবেশী বাবলু মন্ডল ও দিলিপ মন্ডলের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে বাবলু মন্ডল ও দিলিপ মন্ডলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক আমার বড়ভাই পরিতোষ মন্ডলের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাঁকে কুপিয়ে রক্ষাক্ত জখম করেছে। পরে সন্ধ্যায় আহতকে উদ্ধার করে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।
এ ব্যাপারে বাবলু মন্ডল বলেন, ‘পরিতোষ মন্ডলের সাথে আমার কোন বিরোধ নেই। শুনেছি জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাঁর দুই পায়ে কুপিয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, আহত পরিতোষ মন্ডলের ছোট ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে অভিযোগ দিলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description