
চা-কে ভারতের জাতীয় পানীয় হিসেবে মর্যাদা দেওয়ার দাবি আসাম রাজ্যসভার বিজেপি সাংসদের
মতিয়ার চৌধুরী,লন্ডনঃ আসাম রাজ্যসভার বিজেপি দলীয় সাংসদ পবিত্র মার্গেরিটা ১২ ডিসেম্বর সোমবার চাকে ভারতের জাতীয় পানীয় হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রতি । রাজ্যসভার জিরো আওয়ারে, মার্গেরিটা বলেন চা হল ;কাশ্মীর থেকে কন্যাকুমারী, এবং গুজরাট থেকে উত্তর-পূর্ব পর্যন্ত প্রতিটি বাড়ির রান্নাঘরে চা পাওয়া যায়। তাই এটিকে আমাদের দেশের জাতীয় পানীয় হিসাবে ঘোষণা করা উচিত।’’ চা বাগানের শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য একটি বিশেষ প্যাকেজও দাবি করেছেন মার্গেরিটা।
তিনি তার দাবীতে উল্লেখ করেছেন উত্তর-পূর্ব রাজ্যগুলিতে প্রায় ৫০ লক্ষ চা শ্রমিক কাজ করছেন৷ বিজেপি সাংসদ সংসদে আরও বলেন আসামের চা ২০২৩ সালে দুই‘শ বছর পূর্ণ করবে। আসামের জনগণ উৎসাহের সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করবে। তাই, আমি আসামের চা শিল্পের প্রচার প্রসারের জন্য কেন্দ্রকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। চায়ের নামে বাজার চা শিল্পে বিরূপ প্রভাব ফেলছে। আমি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description