
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা রেজাউল করিম দুলাল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। নির্বাচনে দুলাল মির্জা ৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এই বিদ্যালয়ের এডহক কমিটির বর্তমান সভাপতি আতিক পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জালাল উদ্দিন।
এরআগে গত ১৯ নভেম্বর ভোটের মাধ্যমে দাতা সদস্য এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।
উল্লেখ্য, মির্জা রেজাউল করিম দুলাল ইতোপূর্বে এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আতিকুর রহমান আতিক এডহক কমিটির সভাপতি ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description