
চাটমোহর ডায়াবেটিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপন ও চাটমোহর ডায়াবেটিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাবনার চাটমোহরে সোমবার (১৪ নভেম্বর) এ উপলক্ষে সকালে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ডায়াবেটিক সমিতি চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সমিতির প্রতিষ্ঠাতা ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি। প্রধান আলোচক ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, পুলিশের ডিআইজি মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম (সেবা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চাটমোহর ডায়াবেটিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ছিল বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description