
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে পৌর শহরের নারিকেল পাড়া ডিগ্রি কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান আশিক উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, আশিক হোটেলের কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে মন্টু নামে তার এক সহকর্মীকে রেলবাজার এলাকায় নামিয়ে দিয়ে আসেন। ফেরার পথে কলেজ গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আশিক সড়কের ওপর পড়ে যান।
এতে মাথায় গুরুতর আঘাত পেলে টহল পুলিশের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description