
চাটমোহরে ট্রাক উল্টে চালক নিহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ট্রাক উল্টে চালক রেজাউল করিম (৫০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) দুপুরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রেজাউল করিম উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের মৃত সুলতান সর্দারের ছেলে। এ ঘটনায় ট্রাকে থাকা আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে, দুপুরে চাটমোহর থেকে একটি খালিট্রাক খড়ি নেওয়ার উদ্দেশ্যে তাড়াশের মান্নাননগরের দিকে যাচ্ছিল। যাবার সময় হান্ডিয়াল বাজার পাওয়ার একটু দক্ষিণে পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। এতে আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
#
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description