
চাটখিল আবু তোরাব নগর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী:
নোয়াখালীর চাটখিল উপজেলার আবু তোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন কুসুমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গতকাল রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টা স্কুল মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ফারুক সিদ্দিকী ফরহাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোরশেদ আলম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়া।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,চাটখিল পৌরসভা মেয়র নিজাম উদ্দিন ভিপি,চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল,চাটখিল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, ৬নং পাঁচ গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমূখ।
স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা বিদায় প্রধান শিক্ষককে গিফট প্রদান করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description