
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদরের আলমগীর জাহা
বদিউজ্জামান রাজাবাব,চাঁপাইনবাবগঞ্জ.
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান।রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেড এ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) এর সভাপতিত্বে অক্টোবর/২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান। নির্বাচিত হোন, এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর থানার অন্তর্গত সদর ফাঁড়ির এসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে সদর মডেল থানার এএসআই আব্দুল করিম নির্বাচিত হন।
অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহানের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিয়ার রহমান (সদর সার্কেল) সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ওসি একেএম আলমগীর জাহান বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, সদর মডেল থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই সদর মডেল থানাকে মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description