
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার ১
বদিউজ্জামান রাজাবাবু ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫:৩০ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কিচনী দোহা গ্রাম হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড ও নগদ-৩০০০ টাকা সহ প্রশান্ত লাল চৌধুরী (২৫) নামে একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক নাম্বার ওয়ার্ডের হুজরাপুর মহল্লার মৃত মন্টু লাল চৌধুরী'র ছেলে।
উল্লেখ্য, আটককৃত হেরোইন সমূহ চরবাগডাংগা এলাকা হতে সংগ্রহ করে ইজি বাইকে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে হস্তান্তরের জন্য যাওয়ার সময় র্যাবের হাতে গ্রেফতার হন।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ৫ জানান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description