
চট্রগ্রাম করদাতা সুরক্ষা পারিষদের সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
আবদুর রহিম,ডবলমুরিং, চট্রগ্রাম: সোমবার ২৮ নভেন্বর সকাল ১১ টায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক চট্রগ্রামবাসীর উপর অমানবিক গৃহকর প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত চট্রগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশ আজ চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্রগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে মেয়র কর্তৃক পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া অমানবিক গলাকাটা হোল্ড়িং ট্যাক্স বাতিলের দাবী জানান।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর লালদিঘি মোড়, নিউমার্কেট, আইচফ্যাক্টরী রোড় হয়ে কদলতলীতে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীর উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, হাজী নজরুল ইসলাম, হাসান মারুফ রুমি, অলি আহমেদ, শহীদুল হক স্বপন, হাজী মফিজুর রহমান, সাজ্জাদ হোসেন জাফর, আরশাদ হোসেন, রাজিবুল হাসান, আলহাজ্ব আবছার আহমেদ শিবলু, জাহেদ আলী, মোঃ পারভেজ, রাসেল, আফজালসহ নগরীর বিভিন্ন মহল্লার সদ্দারবৃন্দ।
উল্লেখ্য, চট্রগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামন্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description