
চট্রগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের বিশাল প্রতিবাদী মিছিল
আবদুর রহিম, ডবলমুরিং, চট্রগ্রাম: শুক্রবার, ৯ ডিসেম্বর বিকেল ৪ টায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ভবন মালিকদের উপর গলাকাটা হোল্ড়িং ট্যাক্স ও সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের মুক্তির দাবীতে ভিন্নধর্মী শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল নগরীর কদমতলী মোড় থেকে শুরু হয়ে নগরীর জিরো পয়েন্ট নিউমার্কেট মোড়ে সমাপ্ত হয়। গলাকাটা হোল্ড়িং ট্যাক্স বাতিলের দাবীতে আন্দোলনরত চট্রগ্রাম
করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত লোকে লোকারণ্য এই প্রতিবাদ মিছিলের শুরুতে পরিষদের সাধারণ সম্পাদক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমীর উদ্দীন বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মহামারী করোনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন হিমসিম খাচ্ছে তখন চট্রগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর উপর অমানবিক ভাবে কয়েকশতগুণ হোল্ড়িং ট্যাক্সের আজাব চাপিয়ে এবং পরিষদের সভাপতি নুরুল আবছারকে জেলে ভরে চসিক মেয়র নীরোর বাঁশী বাজাচ্ছেন। তিনি আগামী ১৫ দিনের মধ্যে সুরক্ষা পরিষদের সভাপতিকে মুক্তি দিয়ে অবৈধ গলাকাটা হোল্ড়িং ট্যাক্স বাতিলের দাবী জানান।
সাজ্জাদ হোসেন জাফর ও সোহেল আহমদের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক চসিক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, সাবেক কাউন্সিলর এম এ মালেক, সুরক্ষা পরিষদের নেতা মীর মোহাম্মদ ইসলাম, কাজী শহীদুল ইসলাম স্বপন, ইকবাল হোসেন মনু, আরশাদ হোসেন, আলহাজ্ব নজরুল ইসলাম, হাজী হারুনুর রশীদ, হাজী মফিজুর রহমান, হাজী ইসমাইল সদ্দার, আলহাজ্ব আবছার আহমেদ শিবলু, জাহেদ আলীসহ নগরীর বিভিন্ন মহল্লা থেকে আগত ভবনমালিকরা এবং অসংখ্য এলাকাবাসী।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description