
চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনে আগুন
মো.মুক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় মেরিডিয়ানের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ভবন থেকে অস্বাভাবিক ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাতে। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি আগুন নির্বাপণে কাজ করছে। গতকাল রোববার দুপুর পৌনে তিনটার দিকে নগরের বাওয়া স্কুলের পাশে নির্মাণাধীন এ ভবনে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক আরো বলেন, ৯ তলায় অব্যবহৃত পাটের বস্তায় ও প্লাষ্টিকে নির্মাণ শ্রমিকরা জলন্ত সিগারেটের পিছনের অংশ ফেলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগ্রাবাদ থেকে ৫টি গাড়ি আসার পর আগুন নিয়ন্ত্রণে না আসলে চন্দনপুরা ও নন্দন কানন থেকে ৩টা ইউনিট নিয়ে আসা হয়। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি আরও বলেন, আগুন সূত্রপাত হলে ৯ তলায় দুইজন শ্রমিক আটকে পড়েছিল। আমাদের একটা ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে নিচে নামানো হয় বলে তিনি জানান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description