
চঞ্চলের নায়িকা মনামী
অনলাইন ডেস্ক:
মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে থাকছেন মনামী ঘোষ।
গত ৩০ ডিসেম্বর টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট বায়োপিকের নাম 'পদাতিক'। আর এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়েছেন তিনি।
জানা য়ায়, ২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি। চঞ্চল চৌধুরীর বিপরীতে ছবির অফার পেয়ে আনন্দে আটখানা অভিনেত্রী মনামী শুরু করে দিয়েছেন প্রস্তুতি। অল্প থেকে বৃদ্ধ বয়স অবধি দেখা যাবে তাকে।সিনেমাটি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি 'অপরাজিত'র প্রযোজনা করেছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description