
চকরিয়ার সার্ফারী পার্কের সৈকত বাহাদুর মারা গেছে
মোঃশাহ আলম,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়াস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের পালিত বন্যহাতি সৈকত বাহাদুর মারা গেছে। গত সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার সময় পার্কের বেষ্টনীর ভিতরে হাতির গোদা নামক স্হানে এর্দূঘটনা ঘটেছে।
সার্ফারী পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান,প্রতিদিনের ন্যায় বঙ্গবন্ধু সার্ফারী পার্কের বেষ্টনীর রক্ষিত থাকা হাতির গোদা নামক পুকুরের মাঝখানে খাদ্য সংগ্রহে করতে যায় পালিত হাতি"সৈকত বাহাদুর"।এমতাবস্থায় সৈকত বাহাদুর খাত হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলে,মাহুত তাৎক্ষণিক খবর আমাকে ফোনে জানায়।আমি তাৎক্ষণিক ডাক্তার নিয়ে ঘটনাস্থলে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বলেন,হাতি সৈকত বাহাদুর বেঁচে।পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করি,যার নং-১৪০১/২২ইং।এরপরে হাতির পোস্ট মর্টেম রিপোর্টও সংশ্লিষ্ট দপ্তরের জমা দেওয়া হবে বলে জানান তিনি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description