
চকরিয়ায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র আইনের মামলায় ১১ বছর ও ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তীর নির্দেশে পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ও ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ বেলাল (৩০) গ্রেফতার করেছেন । পূর্ব কাকারা মাঝের ফাঁড়ি এলাকার মৃত ইউনুস পুত্র।
থানার অফিসার ইনচার্জ অফিসের চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description