
ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ "দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে কুচকাওয়াজ ও মহড়ার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ইং পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় ঘোড়াঘাট ফায়ার স্টেশন চত্বর স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন করেন।
দিনটি উপলক্ষে ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ফেস্টুন দ্বারা সাজানো হয়। ফায়ার স্টেশনের সাব-অফিসার শফিকুল ইসলাম, লিডার- জিয়াউর রহমান ও মুক্তি মাহমুদ ফায়ার স্টেশনের গাড়ি পাম্প, অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামামি প্রদর্শন করেন এবং কোন অস্ত্রের কি ব্যবহার তা প্রধান অতিথি সহ গণমাধ্যম কর্মীদের মাঝে উপস্থাপনা করেন। এ সময় অত্র ফায়ার স্টেশনের সকল ফায়ার ফাইটার ও উপজেলার গণমাধ্যম কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description