
ঘোড়াঘাটে ট্রলির চাপায় এক শি-শু নি-হ-ত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইট বহনকারী একটি ট্রলির চাক্কায় পৃষ্ঠ হয়ে সিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর মসজিদ সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সিফাত পাঁচপীর এলাকার রানা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে একটি ইট বহনকারী ট্রলি ঘোড়াঘাট ত্রিমোহনী ঘাট ব্রিজ পার হয়ে পাঁচপীর এলাকায় পৌঁছে। এ সময় রাস্তার পাশ্ববর্তী বাড়ী থেকে শিশুটি দৌড় দিয়ে রাস্তায় উঠলে ট্রলির চাক্কায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত শিশুর পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইট ভর্তি ট্রলিটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description