
ঘোড়াঘাটে চোরাই গরু সহ আটক ২
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই গরু সহ ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে দুজনকেই ঘোড়াঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার চাটশাল বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, একই উপজেলার শৌলা ডামুদারপুরের মৃত বরিস উদ্দিনের ছেলে সামছুল হক (৫০) ও চাটশাল সোনারপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মান্নান মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত ভোররাতে উপজেলার চাটশাল বিলপাড়া এলাকার ছাবেদ আলীর গোয়াল ঘরে একটি বকনা গরু দেখতে না পেয়ে স্থানীয় লোকজন সহ খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকজন গরুসহ দু'জনকে হাতেনাতে আটক করে কিছু উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে পুলিশ দু'জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গরুটি মালিকের জিম্মায় দিয়ে দু'জনকে গরু চুরির মামলায় আটক দেখিয়ে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description