ঘিওরের তেরশ্রীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার ঘিওরের তেরশ্রীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইন্সটিটিউশন বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
জানা গেছে, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জে.পি গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলী মুরতজা পলাশ এ মেলার উদ্বোধন করেন।
এ সময় সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।
ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া সভাপতিত্ব করেন।
‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শচিন্দ্রনাথ মিত্র, পয়লা ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, তেরশ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, আ’লীগ নেতা হামিদুর রহমান আলাই, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন: জে.পি উপদেষ্টা নাসির ইমতিয়াজ বাবু, শিবালয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু, জি.পি উপদেষ্টা এড. রুবেল হোসেন, জি.পি ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান পলকসহ প্রমুখ।
পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description