
ঘাটাইলে উদ্যোক্তাদের ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত
মোঃ আল-আমীন রহমান ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষার কার্যক্রম গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে টাংগাইল ঘাটাইলে উদ্যোক্তাদের ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারি জিবিজি কলেজ হল রুমে এ আনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি আশিক আহম্মদে সাভাপতিত্বে ফিজিক্যাল মিটআপে আনুষ্ঠান সঞ্চালন করেন রুখছানা খান রুনা। এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সরকারি জিবিজ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক নাজিবুল বাসার,বিশেষ অতিথি খন্দকার ইশতিয়া আহম্মেদ সজীব।
এসময় বক্তারা বলেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা তৈরী করা। সফল হওয়া এত সহজ জিনিস না তাই লেগে থাকুন কর্মের পেছনে । অপেক্ষায় থাকতে হবে আর আপনাদের চেষ্টা করতে হবে কিভাবে আপনারা সফল হবেন। নিরাশ না হয়ে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া জন্য চেষ্টা করতে হবে। একদিন এই কর্ম আপনাদের সফলতা নিয়ে আসবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, আঞ্জুমান নাসরিন কুইন, মাকছুদা আক্তার,সুইটি আক্তার মুন্নি, আব্দুল আলীম, আসলাম, জাহিদ,রুবেল আহম্মেদ সহ বিভিন্ন ভলান্টিয়ার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, কমিউনিটি ভলান্টিয়ারা। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আরিফুল ইসলাম আরিফ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description