• Friday, 27 January 2023
গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণ সমাপনী

গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণ সমাপনী

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ‘ট্রেনিং অন ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাশ ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের কম্পিউটার ল্যাব রুমে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সরকার শিক্ষার বিভিন্ন দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে। বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। এ প্রশিক্ষণটি শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানকে আলোকিত করতে সক্ষম হবেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার (শিক্ষা বিভাগ) মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি বিভাগ) আবুল কালাম আজাদ, মাস্টার ট্রেইনার মোঃ হামিদুর রহমান প্রমুখ। 
পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

comment / reply_from