গৌরীপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
২০২২/২৩ অর্থবছরে সরকারের অভ্যন্তরীন আমন সংগ্রহের আওতায় উপজেলা ৫ হাজার ৩ শত ৩০ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধান ২৮ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসা. নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেব ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অটো মেজর হাসকিন রাইছ মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সাংবাদিক শামীম খানএবং ওসি এলএসডি (শ্যামগঞ্জ) সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description