
গোয়ালন্দে ২০ জেলের মাঝে গরু বিতরণ
মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২০ জন জেলের মধ্যে ১টি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বকনা বাছুরগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মর্তা মো. মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মৎস্য অফিসার মো. শাহরিয়ার জামান সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description