
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত
মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ
'১ ডিসেম্বর দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আয়োজনে শহরে একটি র্যালি বের হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে র্যালিটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব হতে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা অফিসের সামনে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুসহ অন্যন্যা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description