গোলাপবাগ মাঠে বিএনপি’র সমাবেশ শুরু সকাল ১১টায়

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল ১০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ ৯ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে, আজ শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
জানা যায়, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানান।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description