
গোপালপুরে শ্মশান ঘাট ও কালীমন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিধান রায়, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুর হেমনগর শিমলা পাড়া শ্মশানঘাট ও কালীমন্দিরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ নভেম্বর দুপুরে শিমলাপাড়া কেন্দ্রীয় শ্মশানঘাট ও কালীমন্দির প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক ।
শ্মশান ঘাট ও কালীমন্দির প্রাঙ্গনে নিত্যানন্দ পোদ্দারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোপালপুর শাখার সভাপতি হরিপদ চন্দ্র দে মঙ্গল , হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃআনিছুর রহমান তালুকদার ( হীরা), গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শ্মশান কমিটি’র সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক রিপন পোদ্দার , সাংগঠনিক সম্পাদক তাপস পোদ্দার, কোষাদক্ষ দুলাল চন্দ্র দাস, উপদেষ্টা কালিদাস চন্দ্র আর্য্য, তৈলক্ষ্য চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস, গৌরাঙ্গ চন্দ্র পাল, নিতাই চন্দ্র আর্য্য সহ প্রমুখ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে শ্মশানে উন্নয়ন মূলক কাজের জন্য কমিটির নিকট নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে শ্মশানে উন্নয়ন মূলক কাজের জন্য কমিটির নিকট নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description