
গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
বিধান রায়, গোপালপুর.
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কার্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।
গোপালপুর স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে পুরো উপজেলায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন, যান্ত্রিক র্যালি বের করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description