
গুলশাখালীতে ওপেন হাউজ ডে-আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সাকিব আলম মামুন লংগদু, রাঙামাটি:
লংগদু থানার আয়োজনে উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে চৌমুহনী বাজারে গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন এর উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়।
সভায় বিশেষ অতিথি গুলশাখালী ফাঁড়ি (আইসি) আব্দুল খালেক, লংগদু থানা তদন্ত (ওসি) সানজিদ আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজের প্রফেসর মোঃ ফজলুল হক, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাছির। এছাড়াও এস.আই (নিঃ) আরকানুল, এ.এস.আই (নিঃ) রিটন দে, স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশ ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। সব ধর্মের মধ্যে বিগত দিনের ন্যায় লংগদু সম্প্রীতির বন্ধন আছে এবং থাকবে এ বিষয়ে সবার একান্ত সহযোগিতা কামনা করেন। আরো বলেন, "পুলিশ জনতা, জনতাই পুলিশ" বর্তমান সমাজের প্রেক্ষাপটে চোরা-চালান, মাদকদ্রব্য পাচার, সাইবার ক্রাইম, নারী ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া, পারিবারিক সুশিক্ষা প্রদান এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা চাওয়া এবং সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description