গিরগিটি পৃথিবীতে আসার নতুন তথ্য দিয়েছেন ব্রিটিশ গবেষকরা

কয়েক দশক যাবৎ যুক্তরাজ্যের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের আলমারিতে একটি সরীসৃপের জীবাশ্ম পড়ে ছিল। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি, এর সিটি স্ক্যান করে খুব গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেয়েছেন। পৃথিবীর বুকে গিরগিটির আবির্ভাবের বয়সই কয়েক কোটি বছর এগিয়ে দিয়েছে সেই তথ্য।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায়, অজানা সরীসৃপটির সাথে আধুনিক কালের গিরগিটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পরীক্ষা-নিরীক্ষার পরে সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, ‘গিরগিটির অস্তিত্ব নিয়ে আমাদের এত দিনের যে ধারণা, তার চেয়েও প্রায় সাড়ে তিন কোটি বছর আগে পৃথিবীতে বিদ্যমান ছিল প্রাণীটি।’
এ গবেষণায় নেতৃত্ব দেওয়া ডেভিড হোয়াইটসাইড বলেন, ‘এটি একটি খুবই বিশেষ জীবাশ্ম, যা সম্ভবত গত কয়েক দশকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি।’
মনে করা হতো যে, গিরগিটি মধ্য জুরাসিক যুগের পর থেকে উদ্ভূত হয়েছিলো। নতুন অনুসন্ধানের ফল বলছে যে, তারা ট্রায়াসিক যুগেও (২০ থেকে ২৪ কোটি বছর আগে) বাস করতো।
গবেষকরা জাদুঘরের এ সরীসৃপটির নাম দিয়েছেন ক্রিপ্টোভারানয়ডেস মাইক্রোলানিয়াস, আর যার অর্থ ‘ছোট কসাই’। এর চোয়ালের ধারালো দাঁতের কারণেই এর এমন নামকরণ করা হয়েছে। জীবাশ্মটির খুলি, কাঁধেএবং ঘাড়ের তুলনা করে দেখা যায়, এ সরীসৃপটি আজকের গিরগিটিরই মতো। -
সূত্র : বিবিসি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description