
গাজীপুর সদরে বিএনপির নাশকতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ
সাদিকুর রহমান, গাজীপুর সদর প্রতিনিধিঃ
জামায়াত-বিএনপি'র অপরাজনীতি ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার মনিপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সেলিম সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম, জালাল উদ্দিন ভুইয়া, আহ্বায়ক সদস্য রাজু আহমেদ বাবু, মঞ্জুরুল আলম, রনি মাহমুদ ও জলিল মন্ডল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বলেন, আসন্ন ১০ তারিখ বিএনপি'র মহাসমাবেশ কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষে কাজ করছে দলটি। গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এসব নাশকতাকে কঠিন হাতে প্রতিহত করবে এবং ভবিষ্যতে কেউ নাশকতার চেষ্ঠা করলে তাকেও ছাড় দেওয়া হবেনা মর্মে কঠিন হুশিয়ারী প্রদান করে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description