
গাজীপুরে বন্ধ ফ্ল্যাটে পুড়ে মরলেন দম্পতি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বন্ধ ফ্ল্যাটে পুড়ে মরলেন এক দম্পতি । আজ শনিবার সকাল ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এমন ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার ভাঙ্গারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সুফিয়ান (৩৯) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। তারা মহানগরীর কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। আবু সুফিয়ান দিন হাজিরা বিভিন্নখানে কাজ করতেন। আর নাসরিন স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে বলে, জানান পুলিশের ঐ কর্মকর্তা।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন জানান, এ বিষয়ে কেউ কোনো তথ্য দেয়নি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description