
গাইবান্ধায় ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে বেকারি সিলগালা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৩ নভেম্বর বুধবার দুপুরে পৌর শহরের কুটিপাড়া এলাকার মিতালীর বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
প্রতিষ্ঠানটি অন্য কো¤পানির মোড়ক ব্যবহার করে নকল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রয় করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন,সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুরে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে নিউ বিসমিল্লাহ ফুডকে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন,গাইবান্ধা সদর থানা পুলিশ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description