
গাইবান্ধায় বিশালাকৃতির চিল পাখি উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় সুতায় আটকে গাছের ডালে ঝুলছিল একটি বিশালাকৃতির চিল পাখি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীগণ এসে উদ্ধার করে পাখিটিকে। গত ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ একটি গাছ থেকে চিল পাখিটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার বিকালের দিকে শহরের সার্কুলার রোডস্থ একটি গাছে বিশালাকৃতির চিলপাখি আটকা পড়ে। ঘুড়ি উড়ানো সুতা গাছে পড়ে থাকলে সেই সুতায় জড়িয়ে পড়ে পাখিটি। গাছে চিলটি সুতায় আটকে থাকা দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে সংবাদ দেয়।
এরপর আট সদস্যের দল ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধার করে। পরে চিল পাখিটিকে প্রাণিস¤পদ বিভাগে হস্তান্তর করা হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. নাসিম রেজা বলেন, সংবাদ পেয়ে গাছে ডালে সুতায় আটকে থাকা চিলপাখি উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য সেটি প্রাণিস¤পদ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description