
গাইবান্ধায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদে বরযাত্রীর নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশু মোহনী আক্তারের (১১) সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে কাজ করছেন ডুবুরীরা।গতকাল বৃহ¯পতিবার বিকাল তিনটা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি বলে নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার
আলী। বৃহ¯পতিবার সকালে রংপুর থেকে আগত ডুবরীদল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। নিখোঁজ শিশু মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী বলেন, গত বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়ার সঙ্গে ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে
রাশেদা আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে শেষে বর-যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিল। পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় বরযাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এ ঘটনায় বিয়ের কনেসহ চার জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, বৃহ¯পতিবার সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছেন ডুবরী দল। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description