
গাংনীতে বিএনপির ১১ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার-১
তোফায়েল হোসেন(মেহেরপুর বিশেষ প্রতিনিধি):
মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায়
সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
ঘটনার দিন সোমবার (২৮ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় পৌর যুবদলের আহ্বায়ক ও গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত সাহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। বাকিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description