
গলাচিপায় ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন
মু.খালিদ হাসান মিলটন, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
বর্তমান সরকার দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, স্কুলকলেজ পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর স্বচেষ্টায় সাইন্স এন্ড টেকনোলজিবিষয়ে, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও নতুন কিছু আবিষ্কার করার লক্ষ্যে, গলাচিপাউপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, গতকাল শনিবার বাংলাদেশ -তুরস্ক স্কুলমাঠে সপ্তাহব্যাপী বিজ্ঞান প্রযুাক্ত প্রযুক্তি ও অলিম্পিয়াড উদযাপন/২২ এর শুভ উদ্বোধন হয়েছে। সকাল ১০টায় বৈশাখী মঞ্চে, বিভিন্ন প্রতিষ্ঠানের শতশিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সুধী, সাংবাদিক নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায়সভাপতিত্ব করেন, মেলার মূল আয়োজক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সুদক্ষ নির্বাহীঅফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্ব) মেলার শুভ উদ্বোধন ঘোষণাকরেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলামমোস্তফা, উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, গলাচিপা সরকারিমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, মহিলা ডিগ্রীকলেজের প্রভাষক মোহাম্মদ সালাম ও প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেনমিল্টন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুলকালাম সাঈদ। উদ্বোধনী সভায় সভাপতি ও নির্বাহী অফিসার শিক্ষার্থীদের বলেন,আগামী বিশ্বকে আরও গতিময় ও সৃষ্টিশীল নতুন উদ্ভাবনি গবেষণা নিয়ে,সাইন্স বা বিজ্ঞান কে ভালো বাসতে হবে। শিক্ষা জীবন হচ্ছে স্বর্ণময়। এই সময়কে, সকল কে ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে নতুন কিছু আবিষ্কারই হবে, তোমাদের সাফল্যএবং পৃথিবীর সৃষ্টি। বিজ্ঞান ছাড়া প্রত্যেক মানুষের জীবন যাপন যাত্রাপথ অচল।জীবনকে অপরিসীম অধ্যবসায় চেষ্টা দিয়ে, আগামী সময় কে অমৃত সম্ভাবনা ওদেশের মান উজ্জ্বল করবে । বর্তমান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষার সকলপর্যায়ে, যে সহায়তা দিয়ে যাচ্ছে, তার সুফল একদিন দেশকে এবং তোমাদের জীবনকে জাগ্রত করবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার অভিভাবকসহ আগ্রহী নাগরিক সমাজ মেলায় অংশ নেয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description