
গরু চোরের সিন্ডিকেট গ্রেফতার
খালিদ হোসেন মিল্টন ( গলাচিপা )পটুয়াখালী:
গরিব কৃষক চাষীদের জীবনের বড় সম্পদ গরু, মহিষ, ছাগল ইত্যাদি। সম্প্রতি সময়ে গলাচিপা উপজেলায় বেশ কিছু গরীব মানুষের গৃহপালিত গরু চুরি হওয়ায় গলাচিপা থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, বিষয়টি কে গুরুত্ব দিয়ে গরু চোর ও উপজেলার বিভিন্ন সিন্ডিকেটের বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। গরু চুরির সিন্ডিকেট এবং অনুসন্ধানে থানা পুলিশ বিশেষ অভিযান চালুক করেছে ইতিমধ্যে। যে সমস্ত গরু চোর অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা হলেন, মোঃ হাফিজুল মাতব্বর (৪০)পিতা-আ: রাজা মাতব্বর, মোহাম্মদ দুলাল খাঁ (৪১) পিং-মৃত আজিজ উভয় সাং পক্ষিয়া ৭ নং ওয়ার্ড, মোঃ রবিউল ফকির (৩৭) পিং মোঃ খালেক ফকির চরখালী ৩ নং ওয়ার্ড, মোহাম্মদ শাহিন ডাক্তার (২৯) পিং-মোঃ শাহজাহান ডাক্তার সাং ফুল খালি ৯ নং ওয়ার্ড, মোঃ মিলন হাওলাদার (৫২) পিং- মৃত কাশেম হাওলাদার সাং-ছোট চর কাজল ৫ নং ওয়ার্ড, গরু চোরদের থানা পুলিশ আদালতে সোপর্দ করে।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন কে জানায়। শুধু গরু চোর নয়, সকল ধরনের অপরাধ প্রবণতা কড়াই অপরাধী, সে যেই হোক বা যত বড়ই হোক, পা কাউকে ছাড় দেয়া হবে না । ওসির অপরাধ তৎপরতায় সুধী সমাজ, অভিজ্ঞ মহল ধন্যবাদ জানায়। গরু চুরির আতঙ্ক নিয়ে এলাকার মানুষ দিশেহারা। উল্লেখ্য গলাচিপা পৌরসভার একজন দরিদ্র মানুষ মোঃ কুদ্দুস মিয়ার, সম্প্রতি সময় দু,বারে ১০টি গরু চুরি হয়ে যাওয়ায়, গরুর মালিক ও পরিবার আজ পথে বসেছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description